odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ১৫:১৫

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ১৫:১৫

অধিকার পত্র ডেস্ক 

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের সিজদা, পবিত্র কোরআনের সিজদার আয়াত তিলাওয়াত— এসব ইবাদত শয়তানকে দূরে থেকে কাঁদাতে পারে। কারণ, আল্লাহর আদেশ মেনে সিজদা করা আদম সন্তানদের জন্য জান্নাতের সুসংবাদ, আর শয়তান নিজে সিজদা করতে অস্বীকার করায় তার জন্য নির্ধারিত হয়েছে জাহান্নাম।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে, শয়তান তখন দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলতে থাকে, ‘আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে, সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত। আর আমাকে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম।’” (মুসলিম, হাদিস : ৮১)

এছাড়া, পবিত্র কোরআনের সুরা হজের ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে:

“তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে, আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন।”

এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে, সিজদা শুধু মানুষের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্যই আল্লাহর আদেশ। সুতরাং, সিজদা করা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর নৈকট্য লাভের এক মাধ্যম।



আপনার মূল্যবান মতামত দিন: