odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে জনগণ বিভ্রান্ত হবে না: রিজভী

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ২৩:৪২

ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ (অধিকারপত্র ডটকম) — বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নানা ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে। তবে, তিনি আশাবাদ প্রকাশ করেছেন, জনগণ এসব বিভ্রান্তিতে ঠকবে না।

রিজভী বলেন,“নির্বাচনকে প্রহসনে পরিণত করার নীলনকশা তৈরি করছে ক্ষমতাসীন মহল।”

তিনি আরও মন্তব্য করেন,“

সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে তারা এখন নির্বাচনী নাটক সাজাতে চাইছে।”

রিজভী এ ধরনের অভিযোগ করেন যে, অনেক জায়গায় মনগড়া মনোনয়ন তালিকা প্রচার করা হচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,

“নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে।”

তিনি দাবি করেন,

“বিএনপি মনোনয়ন প্রক্রিয়া তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে হবে — কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।”

  • রিজভীর এসব বক্তব্য একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ধরা যেতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে আলোচনায় উত্তেজনা বেশি।
  • “মনগড়া মনোনয়ন তালিকা” ও “বিভ্রান্তি প্রচার” — এই দুই অভিযোগ রাজনৈতিক দাওয়াই নয়, বরং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যুদ্ধের অংশ হিসেবেই দেখা যেতে পারে।
  • রাজনৈতিক দলগুলোর জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার দাবি বছরের পর বছর উঠলেও, বাস্তবায়ন প্রক্রিয়াটিতে নানা হস্তক্ষেপ ও প্রশ্নের উদ্ভব ঘটে।
  • নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী, নির্বাচনী প্রশাসন—all ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি এই প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: