odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ১৪:৩০

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ১৪:৩০

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র)— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় খালাস ঘোষণা করেছে বিশেষ জজ আদালত-৩

আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান রায়ে উল্লেখ করেন যে, অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ প্রমাণের অভাবে গয়েশ্বর রায়কে মামলার দায় থেকে মুক্তি দেওয়া হলো। গয়েশ্বরের আইনজীবী বোরহান উদ্দিন সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় দাবি করা হয়েছিল যে, রায়ের বাজারে গয়েশ্বরর একটি ছয়তলা বাড়ি নির্মাণ ব্যয় হয়েছে ৪০ লাখ ৮০ হাজার টাকা, এবং কেরানীগঞ্জে পৈত্রিক জমিতে নির্মিত বাড়িতে খরচ হয়েছে ১৫ লাখ ৪ হাজার টাকা। অভিযোগ ছিল যে এসব বাড়িতে অতিরিক্ত নির্মাণ কাজ ও অনাহুত অর্থ ব্যবহার করা হয়েছে যা তার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০১০ সাল থেকে মামলাটি বিচারাধীন ছিল। অভিযোগপত্র দাখিল, সাক্ষ্য ও তদন্ত প্রক্রিয়ার পরই এই রায় গৃহীত হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: