odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

নড়াইলে গুণী ২৮ শিক্ষককে সম্মাননা প্রদান

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ১৯:৫৩

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ১৯:৫৩

নড়াইল, ৫ অক্টোবর ২০২৫ —

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নড়াইলে “গুণী শিক্ষকদের সম্মাননা” প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে মঞ্চস্থ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এমএইচ বাহাউদ্দিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর এম. আব্দুর রহিম, অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ড. আলমগীর হোসাইন, মাষ্টার জাকির হোসাইন, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ কিবরিয়া, শিক্ষাবিদ বিশ্বনাথ চক্রবর্ত্তী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এই উপলক্ষে ২৮ জন গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: