odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

বলিউড কুইন সোনাক্ষী সিনহা ১৬ মাসের ‘গর্ভবতী!

odhikarpatra | প্রকাশিত: ১৮ October ২০২৫ ২০:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ October ২০২৫ ২০:১৫

মুম্বাই, ১৮ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের ২৩ জুন প্রেমিক ও অভিনেতা জহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। এর পর থেকেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন— ‘অন্তঃসত্ত্বা সোনাক্ষী’। সম্প্রতি ঢিলেঢালা পোশাকে পার্টিতে হাজির হয়ে সেই গুঞ্জন আরও জোরালো করেন তিনি।

তবে এবার নিজেই হাস্যরসের মাধ্যমে জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে সোনাক্ষী লেখেন—

“মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!”

তিনি আরও জানান, একবার শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই মিডিয়া ভুল ব্যাখ্যা করে ‘অন্তঃসত্ত্বা’ সংবাদে রূপ দিয়েছে।

ঘটনার পটভূমি:
১৫ অক্টোবর তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামী জহির ইকবালের সঙ্গে যোগ দেন সোনাক্ষী। অনুষ্ঠানে আনারকলি পোশাকে উপস্থিত হন তিনি। এক মুহূর্তে জহির মজা করে বলেন, “দেখো, সামলে,”—আর সেটিতেই শুরু হয় নেটিজেনদের নতুন জল্পনা।

অবশেষে নিজেই সব গুঞ্জনের জবাব দিলেন সোনাক্ষী। জানালেন, “আমি একদম ভালো আছি, বাকি সবই মিডিয়ার কল্পনা।”



আপনার মূল্যবান মতামত দিন: