নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, রাত ৮:৫৬
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তারা মামলা প্রত্যাহার এবং পরিচয়পত্র (আইডি) প্রদানের দাবি জানিয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জুলাই যোদ্ধাদের প্রতিনিধি দল এই দাবি তোলে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“জুলাই যোদ্ধারা জানিয়েছেন, তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাননি। বরং তাদের ন্যায্য দাবি ও অধিকার তুলে ধরতেই সেখানে উপস্থিত ছিলেন। কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে সংঘর্ষ সৃষ্টি করেন।”
গত শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়।
জুলাই যোদ্ধারা সভায় জানান, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা দেশের সব হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে লিখিত নির্দেশনা পাঠানোর দাবি জানান।
এছাড়া শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য আইনি সুরক্ষা ও স্থায়ী পরিচয়পত্র প্রদানেরও দাবি তোলা হয়।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, আল-আমিন, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া প্রমুখ।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: