odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

তিস্তা নিয়ে উত্তাল ঢাকায় শিক্ষার্থীদের মশাল মিছিল — সরকারের কাছে পানির ন্যায্য হিস্যার দাবি

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:৩০

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:৩০

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ঢাকা

উত্তরবঙ্গের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন ও নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কলেজ নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মশাল মিছিলটি সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন,

“উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তা সবার সম্পদ। এই নদীর পানি কৃষি, অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকারকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি প্রার্থী কামাল আহমেদ আনোয়ার। তিনি বলেন,

“চীনের দুঃখ হোয়াংহো, আর বাংলাদেশের তিস্তা। উত্তরবঙ্গের মানুষ আজ বৈষম্যের শিকার। এর অবসান না হলে নভেম্বরের মধ্যেই আমরা ঢাকায় বৃহত্তর মশাল মিছিলের কর্মসূচি দেব।”

তিনি আরও বলেন,

“তিস্তা পাড়ের আড়াই কোটি মানুষ পানির অভাবে ভুগছে, কিন্তু এই সংকট শুধু উত্তরের নয়—পুরো বাংলাদেশের। ভারতের কাছে আমাদের আহ্বান, নদীর পানি বন্ধ রেখে মানুষকে হত্যা করবেন না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, এবং বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাশিদ আলম, নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা সংগঠনের প্রতিনিধিরা।



আপনার মূল্যবান মতামত দিন: