চট্টগ্রাম প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয় (২৬)-এর লাশ হাত ও পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকার আউটার রিং রোড সংলগ্ন কাশবনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত জয় মূলত বরিশাল জেলার বাসিন্দা, তবে তিনি চট্টগ্রামের বন্দর আবাসিক এলাকার বড়পোল মহল্লায় পরিবারের সঙ্গে থাকতেন।
তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেল ৩টার দিকে স্থানীয়রা কাশবনের ভেতরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় জয়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জয় বাসা থেকে বের হওয়ার সময় তার মোবাইলে একটি কল আসে।
তিনি মাকে বলেন, “একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, পাশাপাশি চাকরির ইন্টারভিউও আছে।”
তবে এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং বিষয়টি খুন নাকি আত্মহত্যা—তা যাচাই করছে তদন্তকারী সংস্থা।

আপনার মূল্যবান মতামত দিন: