odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

দেশজুড়ে আলোচনায় সেই পর্ন তারকা যুগল: গ্রেপ্তারের পর বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য!

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২৩:৪৯

অধিকারপত্র ডটকম 

বান্দরবান, ২০ অক্টোবর ২০২৫ (নিজস্ব প্রতিবেদক):
বাংলাদেশজুড়ে আলোচিত সেই পর্ন তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে তাদের আটক করা হয়।

মূল তথ্য ও পটভূমি:
সিআইডি সূত্রে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারীর সঙ্গে ওই যুবকের এটি তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর এই তরুণীকে বিয়ে করে সে আত্মগোপনে চলে যায়।

গত ২৩ আগস্ট সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে ওই যুবক ও তার ভাইকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে মাদক মামলায়ও ওয়ারেন্ট রয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বান্দরবান থেকে দম্পতিকে গ্রেপ্তার করার পর তাদের পরিচয় ও অতীত অপরাধের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসে।

স্থানীয়দের বক্তব্য:
এক প্রতিবেশী জানান, “ওই পরিবারের সঙ্গে সমাজের কারও সম্পর্ক নেই। চুরি ও মাদকের সঙ্গে জড়িত থাকায় সবাই দূরে থাকত।”
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, “তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িত ছিল। এমনকি সিএনজি চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে সালিশও হয়েছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “গ্রেপ্তার যুবক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগও রয়েছে।”

অনলাইন কার্যক্রমে যা জানা গেছে:
গবেষণামূলক অনুসন্ধান প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, ২০২৪ সালের মে মাস থেকে তারা আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন। এক বছরে শতাধিক ভিডিও প্রকাশ করে তারা ২ কোটি ৬৭ লাখের বেশি ভিউ অর্জন করেছেন।
এছাড়া টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের কনটেন্ট প্রচার করতেন তারা। অনুসন্ধানে জানা গেছে, তরুণদেরও প্রলোভন দেখিয়ে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত করার চেষ্টা চলছিল।



আপনার মূল্যবান মতামত দিন: