odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

লক্ষ্মীপুরে মসজিদ কমিটির সভাপতির হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৬:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৬:১৬

 

লক্ষ্মীপুর, ২৫ অক্টোবর ২০২৫ :
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামে গত ৩ এপ্রিল সন্ধ্যায় সংঘটিত এক ঘাতক হামলার ঘটনাটি অনেকদিন ধরে সামাজিক মনোবলকে বিপর্যস্ত করে তুলেছিল। সেই ঘটনায় ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ চার জনকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক পর্যায়ে মারা যান জাহাঙ্গীর হোসেন।

এই মামলার অন্যতম মূল আসামি জোবায়ের হোসেন (২৩), যিনি ওই এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত ছিলেন, গতকাল রাতে সৌদি আরব যাওয়ার প্রস্তুতিতে ছিলেন বলে পুলিশ ধারণা করেছিল। কিন্তু জেলা পুলিশের রায়পুর থানা দ্রুত অভিযানে গিয়ে তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, সঙ্গে অজ্ঞাতনামা ১০–১৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় মানুষ বলেন, দীর্ঘদিন কিশোর গ্যাংয়ের কারণে এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছিল  বাড়ি ভাঙচুর, কুপিয়ে জখম, সাধারণ মানুষ যন্ত্রণায় ছিলেন। এই ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়।



আপনার মূল্যবান মতামত দিন: