odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ঢাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

odhikarpatra | প্রকাশিত: ২৮ October ২০২৫ ১৪:৩৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ October ২০২৫ ১৪:৩৩

স্টাফ রিপোর্টার | অধিকার পত্র ডটকম

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৫

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আইডিয়াল কলেজের প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের পাশে জড়ো হয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সকালে মারধরের একটি ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকালে প্রথমে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এক ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে।

এরপর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকে।

দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও মিরপুর রোড দিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সংঘর্ষে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: