odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

চট্টগ্রামে ফের গুলির ঘটনা, আহত অটোরিকশা চালক

odhikarpatra | প্রকাশিত: ৬ November ২০২৫ ২০:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ November ২০২৫ ২০:৪৫

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: রাত ৮:০০

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম


চট্টগ্রাম নগরীতে ফের গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

আহতের নাম মো. ইদ্রিস আলী (৩৭)। তিনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় ইদ্রিস আলীকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে স্থানীয়রা জানান।

এর আগে, বুধবার (৫ নভেম্বর) একই এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং প্রার্থী নিজে পায়ে গুলিবিদ্ধ হন। পরপর দুটি গুলির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে



আপনার মূল্যবান মতামত দিন: