odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
পুণের নবালে ব্রিজ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকার পিষ্ট হয়ে অন্তত ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ভয়াবহ আগুনে একটি ট্রাক পুড়ে যায়। মুখ্যমন্ত্রীর শোক ও আর্থিক সহায়তার ঘোষণা।

পুণেতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা! দুই ট্রাকের মাঝে পিষ্ট প্রাইভেটকার—নিহত ৮, আগুনে পুড়ে মুহূর্তে ছাই!

odhikarpatra | প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৮

অধিকার পত্র ডটকম 
পুণে, মহারাষ্ট্র (ভারত) | ১২নভেম্বর ২০২৫

মূল ঘটনা
ভারতের মহারাষ্ট্রের পুণে জেলার নবালে ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় তাদের মাঝখানে পড়ে যায় একটি প্রাইভেটকার। মুহূর্তেই গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে ভয়াবহ রূপ নেয়, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়—একটি ট্রাক সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাচ্ছে এবং মাঝখানে আটকে থাকা গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে জাতীয় মহাসড়কে দীর্ঘ যানজট ও কয়েক ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।

কর্তৃপক্ষের বক্তব্য
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাসও দিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: