লোকেশন ও তারিখ:
আড়াইহাজার, নারায়ণগঞ্জ | ১৩ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।
হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে মো. গিয়াস উদ্দিন (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), মো. পিয়ারিম (৪০) ও আসমা বেগম (৫০) কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য:
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন
“ভোরে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে স্থানীয় নেতা শাহ আলম তার অর্ধশতাধিক অনুসারী নিয়ে বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়।”
“ভাঙচুর ও লুটপাট ছাড়াও হাতবোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে।”
“এখনও কেউ গ্রেপ্তার হয়নি।”
খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া
- “শাহ আলমের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়েছে।”
- “রাতভর পাহারায় থাকার পর ভোরে সবাই ঘরে গেলে হামলাকারীরা টার্গেট করে বাড়িঘর ভাঙচুর করেছে।”
- “আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
স্থানীয় প্রেক্ষাপট:
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। ৫ আগস্টের পরেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত মার্চের ঘটনার পর শাহ আলম ও তার অনুসারীরা কিছুদিন গ্রামছাড়া ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: