odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫
পাঁচ বছর পরও জয়ের দেখা নেই নেপালের বিপক্ষে

শেষ মুহূর্তে হারাল জয়ের স্বপ্ন! নেপালের বিপক্ষে ড্র করে হতাশায় বাংলাদেশ ফুটবল দল

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২৫ ২৩:৪১

স্পোর্টস ডেস্ক | অধিকার পত্র ডটকম

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ১১:১০ 

পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে ড্র করে মাঠ ছাড়ল বাংলাদেশ। দেশের ফুটবলের নতুন নায়ক হামজা চৌধুরীর জোড়া গোলে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ ও ৫১ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে লিড এনে দেন হামজা চৌধুরী। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে নেপালের অনন্ত তামাঙের গোলে হতাশায় ডুবতে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

ম্যাচের মূল মুহূর্তসমূহ:

  • ২৯ মিনিটে: নেপালের সুমিত শ্রেষ্ঠার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
  • ৪৯ মিনিটে: জামালের উঁচু পাস থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতায় ফেরান হামজা।
  • ৫১ মিনিটে: পেনাল্টি থেকে লিড এনে দেন হামজা চৌধুরী।
  • ৯৪ মিনিটে: কর্নার থেকে ব্যাকহিলে গোল করে নেপালকে ড্র উপহার দেন অনন্ত তামাঙ।

এই ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে কিউবা মিচেলের অভিষেকের জন্যও। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা মিচেল ৭৯ মিনিটে হামজার বদলি হিসেবে মাঠে নামেন, বসুন্ধরা কিংসের হয়ে এবারই তার প্রথম মৌসুম।

বাংলাদেশ শেষবার নেপালকে হারিয়েছিল ২০২০ সালের ১৩ নভেম্বর, ঠিক একই দিনে, একই মাঠে। কিন্তু পাঁচ বছর পর সেই জয়ের স্বপ্ন আবারও ফসকে গেল শেষ মুহূর্তের এক গোলেই।



আপনার মূল্যবান মতামত দিন: