অধিকার পত্র ডটকম,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান–এর ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি এবং আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো এসব বার্তা বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে উপাচার্যের নম্বর থেকে প্রাপ্ত ফোনকল বা মেসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।
উপাচার্যের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে হ্যাকিং
জনসংযোগ কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়,
“অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট ব্যক্তি এই ঘৃণ্য কাজটি করছেন।”
আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত—আশুলিয়া থানায় জিডি
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পুরো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। হ্যাকারকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: