odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
রাঙ্গুনিয়া, নগর ও ফটিকছড়িতে পৃথক হত্যাকাণ্ড

চট্টগ্রামে রক্তাক্ত রাত! তিন এলাকায় তিন খুন, তদন্তে পুলিশ”

odhikarpatra | প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৩

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে একই রাতে তিনটি পৃথক স্থানে তিনজন নিহত হওয়ার ঘটনা স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাতের এই তিন হত্যাকাণ্ড চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সংঘটিত হয়।

নিহতরা হলেন—

  • আব্দুল মান্নান (৪২), শ্রমিকদল নেতা, রাঙ্গুনিয়া
  • আকাশ, মোবাইল সার্ভিসিং দোকানি, চট্টগ্রাম নগর
  • আব্দুল্লাহ আল মাসুদ, ইলেকট্রিশিয়ান, ফটিকছড়ি

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে শ্রমিকদলের সহ–সভাপতি আব্দুল মান্নানকে। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। নিহত মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কেন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—তা খতিয়ে দেখতে কয়েকটি টিম কাজ করছে।


পাওনা টাকা নিয়ে বিরোধে মোবাইল প্রযুক্তিবিদের মৃত্যু

চট্টগ্রাম নগরের এনায়েতবাজার কসাইপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল সার্ভিসিং দোকানি আকাশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

স্বজনদের দাবি, মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের পর সানি নামে এক ব্যক্তি টাকা বাকি রেখে দেন। রাতে টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সানি তার সহযোগীদের সঙ্গে নিয়ে আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, ঘটনার তিনজনের মধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।


ফটিকছড়িতে মারধরের ২৪ ঘণ্টা পর ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পূর্বশত্রুতার জেরে ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদকে বুধবার রাতে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় একদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: