odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ট্রাইব্যুনালের রায়ের আগের রাতেই রাজধানীতে ককটেল আতঙ্ক: উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে বিস্ফোরণ

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৫ ০০:০৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৫ ০০:০৪

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার আগের রাতেই রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা একের পর এক বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ রোববার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জাগো নিউজকে বলেন—

“ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।”

রাজধানীতে সারাদিন বিক্ষিপ্ত বিস্ফোরণের ধারাবাহিকতা

এই ঘটনার আগে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  • কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণ—কেউ আহত হয়নি।
  • নিউ ইস্কাটন রোডে সকাল ৮টা ৪০ মিনিটে বিস্ফোরণে পথচারী আবদুল বাসির (৫০) আহত হন।
  • হাতিরঝিল মধুবাগ সেতুতে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে মোটরসাইকেলে আগুন ধরে যায়।
  • আগারগাঁও এডিবি ভবনের সামনে রাত ৮টা ২০ মিনিটে বিস্ফোরণ—মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও উদ্বেগ ও আতঙ্কে রাজধানীজুড়ে মানুষের মধ্যে চাপা অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

ট্রাইব্যুনালের রায় নিয়ে উত্তেজনা বাড়ছে

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করবে।
এই রায়কে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিক্ষিপ্ত সহিংসতা দেখা দিয়েছে।

নিরাপত্তা জোরদার, তদন্ত চলছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে—এগুলো পরিকল্পিত নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানে ভিডিও ফুটেজ সংগ্রহ করে শনাক্ত অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: