odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা — পল্লবীতে থমথমে পরিস্থিতি

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৫ ২০:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৫ ২০:৫৪

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকায় উত্তেজনা–উদ্বেগ

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পল্লবী এলাকা, হাসপাতাল প্রাঙ্গণ এবং আশপাশে বিএনপি–যুবদল নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: