odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে ঘিরে আলোচনায় শিক্ষাঙ্গন: ব্যক্তিগত পোস্ট ঘিরে স্পষ্টীকরণের অপেক্ষা

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৫ ০৪:১৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৫ ০৪:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির—যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনে দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং সহকর্মীদের কাছে একজন পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত—তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি ব্যক্তিগত পোস্টকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আলোচনার সময় তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট হলে সেটি দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন মহলে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীদের একাংশ পোস্টটি নিয়ে আপত্তি জানালে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনেন।

ঘটনার পর সোমবার দিবাগত রাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, নিয়মমাফিক আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে ঘটনাটি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ঢাবির একাধিক শিক্ষক-কর্মচারীর ভাষ্য—
লাভলু মোল্লা শিশির একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মকর্তা, যিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সংগঠনের অভিজ্ঞতা তার প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের অনেকে মনে করছেন—
ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে হঠাৎ যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে সংযম, শান্ত বিশ্লেষণ এবং তদন্তের উপর আস্থা রাখাই এখন জরুরি।

ক্যাম্পাসসংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি হিসেবে লাভলু মোল্লা শিশির সদালাপী, সবার প্রতি সহযোগিতাপ্রবণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে তার ভূমিকা সবসময়ই ইতিবাচক ছিল। সুতরাং ঘটনার পূর্ণ তদন্ত শেষে বিষয়টি আরও স্বচ্ছভাবে সামনে আসবে বলে প্রত্যাশা করছেন সবাই।

বর্তমানে বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি নজরদারিতে রেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন: