odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
কুবির আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে মারামারি—মার্কেটিং বিভাগের ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা

কুবিতে ফুটবল খেলায় মারামারি: একজনকে একাডেমিক থেকে বহিষ্কার, আরও ৪ জন হল থেকে আজীবন বহিষ্কার!

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৫ ২৩:৫৯

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মারামারির ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

 একজনকে একাডেমিক থেকে ৬ মাস বহিষ্কার, আজীবন হল নিষেধাজ্ঞা

জানা যায়, মার্কেটিং বিভাগের এমবিএ (২০২৩–২৪) শিক্ষার্থী শাফায়েত রহমান ভূঁইয়াকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সকল কো-কারিকুলার কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

আরও চারজন আজীবন হল থেকে বহিষ্কার

একই ঘটনার দায়ে মার্কেটিং বিভাগের আরও চার শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন—

  • মাহবুব হাসান (২০২১–২২)
  • হাসান মাহমুদ সাফিন (২০২১–২২)
  • মো. শাহরিয়ার ইসলাম সৌরভ (২০২৩–২৪)
  • জয়নাল আবদীন হৃদয় (২০২৪–২৫)

তাদেরও বিশ্ববিদ্যালয় ও বিভাগের সকল কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

 প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা

ঘটনার জেরে স্থগিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করেছে ক্রীড়া পরিচালনা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন,
“টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তার সমাধান হয়েছে। আগামী সপ্তাহেই বাকি ম্যাচগুলো শুরু হবে।”

ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন,
“১৬ সদস্যের শৃঙ্খলা বোর্ড দীর্ঘ তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিয়েছে। মার্কেটিং বিভাগের পাঁচজন শিক্ষার্থী সরাসরি মারধরে জড়িত ছিল, তারা নিজেরাও স্বীকার করেছে।”

তিনি আরও বলেন,
“খেলার শৃঙ্খলা রক্ষায় কঠোর সিদ্ধান্ত জরুরি। সবাইকে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করছি।”

পটভূমি

গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ম্যাচ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৫ অক্টোবর কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়।

শাহরিয়ার হাসান জুবায়ের 
 


আপনার মূল্যবান মতামত দিন: