odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
১৯৮৮ সালের পর প্রথমবার লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের “মেহফিলে কুরআন বাংলাদেশ”। ইরান ও বাংলাদেশের শীর্ষ ক্বারীদের উপস্থিতিতে আয়োজিত এই ঐতিহাসিক মাহফিল নিয়ে জানুন

৩৭ বছর পর লালবাগ কেল্লায় ধ্বনিত হবে বিশ্বখ্যাত ক্বারীদের তিলাওয়াত—ইতিহাস গড়তে আসছেন ইরানের জনপ্রিয় “মেহফিল” অনুষ্ঠানের ক্বারীগণ!

odhikarpatra | প্রকাশিত: ২০ November ২০২৫ ২২:১৯

odhikarpatra
প্রকাশিত: ২০ November ২০২৫ ২২:১৯

 ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (শনিবার বিকেল ৪টা)

 

৩৭ বছর পর ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বমানের ক্বারীদের নিয়ে আয়োজিত নূরানী অনুষ্ঠান “মেহফিলে কুরআন বাংলাদেশ”। ইরানের টিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান “মেহফিল”–এর ক্বারীগণ এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ঢাকার মাটিতে উপস্থিত থাকবেন।

ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশন (ইরান), ইরান কালচারাল সেন্টার—বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এবং ‘ইক্বরা’র যৌথ উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

তিলাওয়াত করবেন

  • ক্বারী শাইখ আহমাদ আবুল ক্বাসেমী (ইরান)
  • শাইখ আহমাদ বিন ইউসুফ (বাংলাদেশ)
  • ক্বারী হামেদ শাকের নেযাদ (ইরান)
  • শিশু ক্বারী মুহাম্মদ রেজাপুর পুরসাফার (ইরান)

 

উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট সিনিয়র ক্বারীগণ

ক্বারী বাসীরুদ্দীন সাহেব, ক্বারী আব্দুল্লাহ সাহেব, ক্বারী জহিরুল ইসলাম সাহেব, ক্বারী নাজমুল হাসান সাহেব, ক্বারী এ কে এম ফিরোজ সাহেব, ক্বারী মাহবুবুর রহমান সাহেব, ক্বারী রফীক্ব আহমাদ ওসমানী সাহেব, ক্বারী আব্দুল মজিদ পঞ্চগড়ী সাহেব, ক্বারী মাঞ্জুর বিন মোস্তফা সাহেব, ক্বারী জাহাঙ্গীর আলম সাহেব, ক্বারী ফরহাদ সাহেব, ক্বারী আব্দুস সালাম সাহেব ও ক্বারী আব্দুল খালেক মিসরী সাহেবসহ আরও বহু ক্বারী।

 

আয়োজকদের বক্তব্য

আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে এমন আন্তর্জাতিক মানের ক্বিরাত অনুষ্ঠান লালবাগ কেল্লায় আয়োজন করা হচ্ছে। কুরআনের সুর, আধ্যাত্মিক বার্তা ও ইসলামী ঐতিহ্যের অনন্য সমন্বয়ে এটি হবে দেশের অন্যতম স্মরণীয় মাহফিল।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: