odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫
ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ: পূর্ব জেরুজালেমে দুই ফিলিস্তিনি কিশোরসহ গাজায় আরও প্রাণহানি

পূর্ব জেরুজালেমে দুই কিশোরকে গুলি করে হত্যা, গাজায় আরও প্রাণহানি — ইসরায়েলের হামলা চরম উত্তেজনায়!

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৫ ১৮:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৫ ১৮:৫৪

গাজা ও পূর্ব জেরুজালেম | ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার)

আল জাজিরা, ওয়াফা ও গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় পূর্ব জেরুজালেম ও গাজায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ব জেরুজালেমের কাফর আকাব এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হন। নিহতদের একজন ১৬ বছর বয়সী সামি ইব্রাহিম সামি মাশায়েখ।

গাজায় খান ইউনিসের দক্ষিণে ‘ইয়েলো লাইন’-এর বাইরে আরও একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছেন নাসের হাসপাতালের এক সূত্র।

মূল ঘটনা সংক্ষেপে

  • পূর্ব জেরুজালেমের কাফর আকাব এলাকায় দুই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী – নিশ্চিত করেছে ওয়াফা নিউজ এজেন্সি।
  • গাজায় খান ইউনিসের দক্ষিণে একজন বাস্তুচ্যুত ব্যক্তি নিহত – নাসের হাসপাতালের তথ্য।
  • তার আগের দিন ইসরায়েলি ট্যাংক ও সেনারা পূর্ব গাজা সিটির ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে প্রায় ৩০০ মিটার ভেতরে অগ্রসর হয়।
  • চলমান হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬৯,৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৮৩৩ জন আহত
  • ইসরায়েলে নিহত ১,১৩৯ জন এবং হামাসের হাতে প্রায় ২০০ জনকে আটক করা হয়েছিল ৭ অক্টোবর ২০২৩-এর ঘটনায়।

সংশ্লিষ্টদের বক্তব্য আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে নাসের হাসপাতালের এক কর্মকর্তা জানান,
“ইয়েলো লাইনের বাইরে থাকা বাস্তুচ্যুতদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বাড়ছে। আজ আবার একজন নিহত হয়েছেন।”

ওয়াফা জানিয়েছে,
“কাফর আকাব এলাকায় কিশোরদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”



আপনার মূল্যবান মতামত দিন: