odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:২৪

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) | ২৪ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে যমুনা ভবনের পেছনের এক্সটেনশন অংশে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

 ঘটনার বিস্তারিত

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পর এক্সটেনশন অংশ থেকে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কর্তৃপক্ষের বক্তব্য

ফায়ার সার্ভিস বলছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ছাত্র হল কর্তৃপক্ষও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঢাবির বিজয় একাত্তর হলে ভয়াবহ আগুন! সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক্সটেনশন, চার ইউনিট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা। যমুনা ভবনের পেছনের এক্সটেনশনে লাগা আগুন নিয়ন্ত্রণে যেতে চার ইউনিট ফায়ার সার্ভিস কাজ করছে। কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: