odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
বাংলাদেশি যুবক রাসেল সিকদার– স্ত্রী পরিচয় ব্যবহার করে হুগলির ফ্ল্যাটে পর্ন সিনেমা নির্মাণের অভিযোগে গ্রেপ্তার

ভারতে ফাঁদ তৈরি করে ৪ বছর ধরে পর্ন ভিডিও বানাচ্ছিলেন বাংলাদেশি যুবক!

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ২৩:০৪

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ২৩:০৪

আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র ডটকম

ভারতে গিয়ে চার বছর ধরে গোপনে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে অনলাইনে বিক্রি করার অভিযোগে বাংলাদেশি যুবক রাসেল সিকদারকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। হুগলি জেলার ডানকুনির একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় তার ‘স্ত্রী পরিচয়ধারী’ বাংলাদেশি তরুণীকে, যিনি পুলিশের কাছে ভয়াবহ অভিযোগ তুলে ধরেন।

৪ বছর ধরে ফ্ল্যাটেই পর্ন শুটিং চলতো

পুলিশ জানায়, ডানকুনি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিকপাড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নীলছবি তৈরির কাজ চালাচ্ছিলেন রাসেল। ভিডিওগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইটে বিক্রি করতেন তিনি।

তরুণীর অভিযোগ—
রাসেল তাকে কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে আনে এবং জোরপূর্বক পর্ন ভিডিওতে অভিনয় করাতো। নিয়মিত শারীরিক নির্যাতনও করতেন তিনি।

রাসেলের অসুস্থতার সুযোগে তরুণীর পালানো

সম্প্রতি রাসেল দুর্ঘটনায় অসুস্থ হলে তরুণী গোপনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে সাহায্য চান। পুলিশ অভিযান চালিয়ে ঠিকানা অনুযায়ী রাসেলকে গ্রেপ্তার করে। তরুণীকে উদ্ধারের পর একটি সেফ হোমে রাখা হয়েছে

আইনি প্রক্রিয়া শুরু—রাসেলের ১০ দিনের রিমান্ড

শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক রাসেল সিকদারকে ১০ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ নিশ্চিত করেছে—দুজনই বাংলাদেশি নাগরিক।

স্থানীয় রাজনীতিতে বিতর্ক ছড়িয়ে পড়েছে

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় BJP নেতা অভিযোগ তুলেছেন—
“ডানকুনি বাংলাদেশিদের অভয়ারণ্য হয়ে গেছে। ফ্ল্যাট ভাড়া নিয়ে পর্ন ভিডিও বানানো হচ্ছে—এলাকায় তৃণমূল নেতারা ঘুমিয়ে আছে।”

অন্যদিকে স্থানীয় কাউন্সিলর বলেন—
“ফ্ল্যাটে বাংলাদেশি কেউ থাকছে তা জানা ছিল না। পুলিশকে ধন্যবাদ। বাইরে থেকে এসে অপরাধ করে এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে।”


ভারতে ফাঁদ তৈরি করে ৪ বছর ধরে পর্ন ভিডিও বানাচ্ছিলেন বাংলাদেশি যুবক!

#Bangladeshi #PornVideoCase #WestBengalNews #Hooghly #DanKuni #রসেলসিকদার #পশ্চিমবঙ্গপুলিশ #আন্তর্জাতিকসংবাদ #OdhikarPatra


 



আপনার মূল্যবান মতামত দিন: