নিজস্ব প্রতিবেদক | ঢাকা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ মোড়। মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে।
এ ঘটনায় শাহবাগ থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের সূত্রপাত ও বর্তমান পরিস্থিতি মঙ্গলবার দুপুরে
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এ সময় পরীক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বিকেল নাগাদ উত্তেজনা বাড়লে পুলিশ আন্দোলনকারীদের হটাতে অ্যাকশনে যায়। ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি।
জবাবে আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
আহত ও ক্ষয়ক্ষতির চিত্র
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় ও হুড়োহুড়িতে তাদের অন্তত ২৫ জন সহপাঠী আহত হয়েছেন।
অন্যদিকে, আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় আঘাত পেয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর।
আহত ওসি বলেন, "আন্দোলনকারীরা পুলিশের ওপর অতর্কিত ইট-পাটকেল ছুড়লে আমি আহত হই।
তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান নিয়ে আছে।"
শিক্ষার্থীদের দাবি ও পিএসসির অবস্থান
আন্দোলনকারীরা জানান, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার তারা নামমাত্র সময় পেয়েছেন। প্রস্তুতির ঘাটতি থাকায় তারা পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। দাবি না মানলে তারা পরীক্ষা বর্জনের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে তারা ঢাকা-আরিচা মহাসড়ক এবং রাজশাহী ও খুলনায় রেলপথ অবরোধ করেছিলেন।
অন্যদিকে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের সিদ্ধান্তে অনড়। পিএসসির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসনবিন্যাসসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
: পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া। সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত ২৫, আহত ওসি। শাহবাগে যান চলাচল বন্ধ। বিস্তারিত অধিকার পত্রে।
* ট্যাগ (Tags): #BCSProtest #Shahbagh #DhakaNews #Adhikarpatra #PoliceAction #EducationNews

আপনার মূল্যবান মতামত দিন: