odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
ফরিদপুরে শিশু জায়ান হত্যার রহস্য উদ্ঘাটন: রশির সূত্রে গ্রেপ্তার প্রতিবেশী, পাঁচ দিনের মাথায় মামলা মোড় নেয় নতুন দিকে

গলায় পেচানো রশির সূত্র ধরে উদ্ঘাটন শিশু জায়ান হত্যার চাঞ্চল্যকর রহস্য — গ্রেপ্তার প্রতিবেশী ইউনুস মোল্লা

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৪৯

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ দিন ধরে রহস্যে ঢাকা শিশু জায়ান রহমান (৭) হত্যাকাণ্ডের জট খুলেছে গলায় পেচানো একটি রশির সূত্র ধরে। সেই রশিরই মিল খুঁজে পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে প্রতিবেশী মো. ইউনুস মোল্লা (৪৬)-কে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম। এর আগে সোমবার নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

ইউনুস মোল্লা আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত মনির উদ্দিন মোল্লার ছেলে।


ঘটনার বিস্তারিত

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই নিহতের মা সিনথিয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

রশিই হয়ে ওঠে তদন্তের মোড় ঘোরানো আলামত

পুলিশ জানায়, শিশুটির গলায় থাকা রশির নমুনা ধরে তদন্ত এগোতে থাকে। নমুনাটি মিলিয়ে দেখা হলে পাশের টাবনী বাজারের মুদি দোকান থেকে ওই রশি কেনার তথ্য পাওয়া যায়। দোকানি মফিজ খান নিশ্চিত করেন—ঘটনার ১০–১৫ দিন আগে প্রতিবেশী ইউনুস মোল্লা তার দোকান থেকে ওই রশিটি কিনেছিলেন।

উদ্ধার হওয়া রশির সঙ্গে দোকানদার বিক্রি করা রশির ‘হুবহু মিল’ থাকায় সন্দেহের তীর ইউনুসের দিকে যায়, এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

রিমান্ড আবেদন হবে বুধবার

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান,
“ঘটনার রহস্য পুরোপুরি উদ্ঘাটনে বুধবার আদালতে রিমান্ড আবেদন করা হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: