odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
ডাকাতির আগেই পুলিশের জালে! মুগদায় পিস্তল-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ডাকাতির আগেই ধরা! মুগদায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ November ২০২৫ ২৩:৫৯

ঢাকা | ২৬ নভেম্বর ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মুগদা থানাধীন গ্রিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতের এই অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) এবং মো. আল আমিন (২৪)।

পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মুগদা থানায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্র, ইয়াবা ও প্রাইভেটকারসহ পাঁচজন গ্রেপ্তার। উদ্ধার পিস্তল, গুলি, চাকু ও নগদ টাকা।

 



আপনার মূল্যবান মতামত দিন: