odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প—নারী-পুরুষকে ৭ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজদিখানে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ২০:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ২০:৫০

নিজস্ব  প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঝিকুট ফাউন্ডেশন, ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় এক হাজার মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে।

শনিবার (২৯ নভেম্বর) উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে রোগীরা বিনামূল্যে ওষুধ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপসহ নানা মৌলিক স্বাস্থ্যসেবা পান। নারী ও পুরুষ রোগীদের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা দেন, যাতে সকল শ্রেণির মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন।

দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল

রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করে সিরাজদিখান ব্লাডব্যাংক
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন—
মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী।”

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন—
মুন্সিগঞ্জ সিভিল সার্জন ও সিরাজদিখান স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন ও পরামর্শ আমাদের শক্তি দিয়েছে। স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, ডা. আজমল ফাউন্ডেশন, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে আন্তরিক ধন্যবাদ। সহযোগিতা থাকায় এবারের আয়োজন সফল হয়েছে বলে আশা করছি।”



আপনার মূল্যবান মতামত দিন: