odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
বরিশালের গৌরনদীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় চেয়ার-টেবিলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরিকল্পিত নাশকতার অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভস্মীভূত আসবাবপত্র: পরিকল্পিত নাশকতার অভিযোগ

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ০১:৫০

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ০১:৫০

অধিকারপত্র.কম–বরিশাল (গৌরনদী), ৩০ নভেম্বর ২০২৫

মূল তথ্য 
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: