odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

লা লিগা ২০২৫-২৬: বার্সেলোনার ইয়ামাল-ওলমোর গোলে আলাভেসের বিপক্ষে জয়, রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে কাতালান জায়ান্টরা।

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ১৮:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ১৮:১৫

অধিকারপত্র ডটকম স্পোর্টস প্রতিবেদন 

খেলা ডেস্ক: অধিকারপত্র ডটকম
শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামাল এবং ড্যানি ওলমোর প্রথমার্ধের গোলে এবং ম্যাচের শেষ দিকে ওলমোর আরও একটি গোল কাতালান জায়ান্টদের নু ক্যাম্পে জয় নিশ্চিত করেছে।


এই জয়ের মাধ্যমে গত বছরের চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। তারা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (যারা রবিবার জিরোনার বিরুদ্ধে তাদের একটি ম্যাচ হাতে রেখেছে) থেকে ২ পয়েন্টে এগিয়ে রইল।
আংশিকভাবে সংস্কার করা নু ক্যাম্পে আড়াই বছর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সেলোনাকে একটি অস্থির শুরুর মুখোমুখি হতে হয়। ম্যাচ শুরুর আগে টিকিট সংক্রান্ত দীর্ঘ বিলম্বের কারণে খেলার সময় স্টেডিয়াম অর্ধেক ফাঁকা ছিল। ক্লাব কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার ভক্ত ক্লাবটির মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট অ্যাক্সেস করতে পারেননি, যার ফলে ফ্যান সাপোর্ট অফিসে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল।


শুরুর ধাক্কা ও ঘুরে দাঁড়ানো:
ম্যাচের প্রথম মিনিটেই স্বাগতিকদের স্তব্ধ করে দেন আলাভেসের পাবলো ইবানেজ। বার্সেলোনার ডিফেন্ডার মার্ক বার্নাল একটি কর্নার বুঝতে ভুল করলে ইবানেজ বক্সের মধ্যে বল পেয়ে প্রথম স্পর্শেই সেটিকে জালে জড়িয়ে দেন।
তবে মাত্র সাত মিনিট পরেই বার্সেলোনা সমতায় ফেরে। আলেজান্দ্রো বালদে বাম প্রান্ত ধরে দ্রুত ছুটে যান এবং রাফিনহাকে বল দেন। রাফিনহার নিচু ক্রসটি দূর পোস্টে পেয়ে ১৮ বছর বয়সী ইয়ামাল শক্তিশালী ওয়ান-টাচ ফিনিশে জালে পাঠান, স্কোরলাইন হয় ১-১।

২৬তম মিনিটে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাফিনহা। এবার তিনি ওলমোর জন্য আরেকটি অ্যাসিস্ট করেন। ওলমো বক্সের ভেতর থেকে প্রথম টাচেই চমৎকারভাবে বলটিকে জালে জড়িয়ে দিলে বার্সা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষ দিকে ওলমোর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: