odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫
সম্প্রতি যুবকের এক বন্ধু তার বান্ধবীদের সামনে এই রহস্য ফাঁস করে দেন

তিন বান্ধবীর সাথে একসঙ্গে প্রেমে মজেছিলেন এক যুবক!

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ March ২০১৮ ২২:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ March ২০১৮ ২২:১১

পুলিশের হেফাজতে আছেন ওই যুবক। তবে ইতি টানেননি তার বান্ধবীরা। ঘটনার মীমাংসা করার জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন তারা।

একসঙ্গে তিন বান্ধবীর সঙ্গে প্রেমে মজেছিলেন এক যুবক! কিন্তু ধরা পড়ে যান একসময়। সবকিছু জানার পরও ওই যুবককেই বিয়ে করতে মরিয়া তিন বান্ধবীই! শেষমেশ দ্বারস্থ হন পুলিশের। সেখানে ঘটে তুলকালাম কান্ড।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি যুবকের এক প্রেমিকা নয়ডার সেক্টর ২৪ পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যুবককে আটকও করা হয়। তাকে জেরা করার সময় সেখানে পৌঁছান তার বাকি দুই প্রেমিক। তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়।

ভালোবাসায় আঘাত পেলেও ওই যুবককেই বিয়ে করতে চান তিন বান্ধবীই। ঘটনার জেরে দুই বান্ধবীর মধ্যে মারপিটও হয়। এমনকি, যুবককে বিয়ে করার জন্য নিজের দুটো হাতের শিরাও কাটেন তৃতীয় বান্ধবী। তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

কিন্তু কী করে শুরু হলো তাদের প্রেমলীলা। উত্তরে যুবকের প্রথম বান্ধবী জানিয়েছেন যে, তিনি বুলন্দ শহরে যুবকের বাড়ির পাশে থাকতেন। সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয়।

যুবকের দ্বিতীয় বান্ধবী, তার সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন। সম্পর্কে আসার পর দুজনে প্রায় ৭ বছর একসঙ্গেই থেকেছেন। পরে তার জীবনে আসেন আরও এক নারী। বহু বছর ধরে এভাবেই তিনজনের সঙ্গে প্রেম করছিলেন ওই যুবক। সম্প্রতি যুবকের এক বন্ধু তার বান্ধবীদের সামনে এই রহস্য ফাঁস করে দেন



আপনার মূল্যবান মতামত দিন: