জেরুজালেম, ০৬ ডিসেম্বর (অধিকারপত্র আন্তর্জাতিক ডেস্ক): জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইসরায়েল সফরে এসে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির 'দ্বিতীয় দফা' অবিলম্বে শুরুর আহ্বান জানিয়েছেন।
ইসরায়েল দীর্ঘদিন ধরে জার্মানির অন্যতম প্রধান মিত্র ও সামরিক সহায়তাকারী হলেও, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির কারণে মার্জের এই সফর জার্মানিতেও বিভাজন সৃষ্টি করেছে।
জর্ডানের আকাবাতে কিং আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর জার্মান চ্যান্সেলর মার্জ গাজার যুদ্ধবিরতির প্রশংসা করেন। তিনি বলেন, "দুই মাসেরও বেশি সময় পর গাজায় যুদ্ধবিরতি স্থিতিশীল হয়েছে, এটি স্বস্তির। কিন্তু এখন দ্বিতীয় দফা শুরু হওয়া উচিত। এর মধ্যে হামাসের সন্ত্রাসের সমর্থন ভিত্তি সরিয়ে ফেলাও অন্তর্ভুক্ত।"
মানবিক সহায়তা ও পশ্চিম তীর প্রসঙ্গে
মার্জ গাজায় শীত আসার আগেই আরও মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানান। উল্লেখ্য, ইসরায়েল এখনো তাঁবু, ত্রিপল ও কম্বলের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র প্রবেশে বাধা দিচ্ছে। এছাড়া, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ইতোমধ্যে ৩৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিম তীর পরিস্থিতি নিয়ে চ্যান্সেলর বলেন, বার্লিন সেখানকার বসতি সম্প্রসারণ এবং পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি কঠোরভাবে বলেন, "পশ্চিম তীরে কোনোভাবেই সংযুক্তিকরণের দিকে এগোনো যাবে না।"
জর্ডান সফর শেষে মার্জ পশ্চিম জেরুজালেমে পৌঁছান এবং সেখানে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাথে সাক্ষাৎ করেন। আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) তাঁর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

জার্মান চ্যান্সেলরের ইসরায়েল সফর
চ্যান্সেলর মার্জের ইসরায়েল সফর নিয়ে দেশে-বিদেশে বিতর্ক! গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আহ্বান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক রবিবার!

আপনার মূল্যবান মতামত দিন: