odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫
রাফা ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের বিতাড়নের চেষ্টা: ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান মিশরের, হুঁশিয়ারি দোহা ফোরামে

রাফা ক্রসিং একমুখী হবে না: ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নের ইসরায়েলি পরিকল্পনাকে নাকচ করে দিল মিশরের পররাষ্ট্রমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৫ ০৩:১৯

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৫ ০৩:১৯

দোহা, ০৬ ডিসেম্বর (অধিকারপত্র আন্তর্জাতিক ডেস্ক): গাজার রাফা ক্রসিংকে ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে বিতাড়নের 'প্রবেশদ্বার' হতে দেওয়া হবে না। দোহা ফোরামে দাঁড়িয়ে এই কড়া হুঁশিয়ারি দিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলআতি

​ইসরায়েল এই সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা গাজা ও মিশরের মধ্যকার রাফা ক্রসিংকে "শুধুমাত্র গাজা উপত্যকার বাসিন্দাদের মিশরে বের হয়ে যাওয়ার জন্য" খুলে দেবে। ইসরায়েলের এই একমুখী ঘোষণা মূলত ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে বিতাড়নের একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।

মুসলিম বিশ্বের নিন্দা

​ইসরায়েলের এই ঘোষণার পরপরই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিন্দা জানায় এবং গত শুক্রবার তারা ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে অবস্থান নেয়।

​মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দেলআতি স্পষ্টভাবে জানান, মিশর এই ধরনের একমুখী পদক্ষেপে রাজি নয়। তিনি বলেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং অবশ্যই উভমুখী খোলা রাখতে হবে। তিনি পুনরুল্লেখ করেন, "রাফা কোনোভাবেই স্থানান্তরের (displacement) প্রবেশদ্বার হতে যাচ্ছে না।" এর মধ্য দিয়ে মিশর ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থাকার পক্ষে তাদের কঠোর অবস্থান পুনরায় নিশ্চিত করল।

​আলজাজিরার সৌজন্যে 

 



আপনার মূল্যবান মতামত দিন: