বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
চলতি বছরের ২১ জুলাই ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ১২ মিনিটের উড্ডয়ন শেষে ঘটে যাওয়া এই মাইলস্টোন ট্রাজেডিতে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছিল।
ঘটনার দিনই তিনি নিহতদের পরিবার ও গুরুতর আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু পরবর্তী সময়ে ব্যক্তিগত অসুস্থতাসহ বিভিন্ন কারণে তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে ক্ষমাও প্রার্থনা করেন।
সম্প্রতি শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে তিনি জানান—
“মাইলস্টোন ট্রাজেডির শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সময় কাটাতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।”
তিনি নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা, জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করেন। যারা আহত হয়েছেন, তাঁদের পূর্ণ সুস্থতা এবং যেসব পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁদের জন্য ধৈর্য ও স্বাভাবিক জীবনে ফেরার তাওফিক কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: