odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। তাঁদের দায়িত্ব, পটভূমি ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত পড়ুন।

জুলাই অভ্যুত্থানের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৫ ১৯:০৩

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৫ ১৯:০৩

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ (অধিকারপত্র ডটকম)

অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমআসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। দুজনই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন।

মূল তথ্য

  • বুধবার সন্ধ্যায় তাঁরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।
  • আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।
  • তাঁদের পদত্যাগের পর ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকল না।
  • এর আগে ২৫ ফেব্রুয়ারি ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন এবং পরে এনসিপির আহ্বায়ক হন।

পটভূমি ও সংশ্লিষ্টদের বক্তব্য

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের প্রতিনিধিত্ব করে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সমীকরণ ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বৈপরীত্য সৃষ্টি হওয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে পদত্যাগের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এর আগে আসিফ মাহমুদ বলেছিলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে এবং পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়।



আপনার মূল্যবান মতামত দিন: