odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলামের বিতর্কিত মন্তব্য ভাইরাল, 'যা বলব তাই আইন, আল্লাহর হুকুম'; বিব্রত দলীয় নেতারা |

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৫ ২২:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৫ ২২:৫৩

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলামের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম।” এই মন্তব্যটি নিয়ে নিজ দলের মধ্যেও চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।


মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ৪২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তাকে কোনো একটি বিষয়কে 'শক্ত হাতে দমন' করার কথা বলতে শোনা যায়। স্থানীয় সূত্র ও পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, এলাকার বিবাদপূর্ণ একটি বিল বা জলাশয় নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন।


ভাইরাল হওয়া বক্তব্যে যা বললেন আমিনুল ইসলাম:
আমিনুল ইসলামকে ভিডিওতে বলতে শোনা যায়:


> "এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজ্বি আমিনুল ইসলাম করে দিবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও লড়বে না। ভোটের আগে এগুলো নিয়ে আর বসব না। এক দুই মাসের জন্য সমস্যা হবে না। আল্লাহর ওপর ভরসা করেন আগামী বাংলাদেশ

জাতীয়তাবাদি দল সরকার গঠন করবে। তখন কথা কহার (বলার) মানুষেই থাকবে না। আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম। তাই এখন ভয় করতে হবে না।"


বিতর্কের সূত্রপাত:
স্থানীয় সূত্র মতে, রাধানগর ইউনিয়নে ছোট বিল্লা-বড় বিল্লা নামে একটি বিল রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং বিলটি নিয়ে হাইকোর্টে মামলাও চলমান আছে। বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্বও হারাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধারনগর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, সেখানেই বিলের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ওই বৈঠকে আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


দলীয় নেতার প্রতিক্রিয়া:
এমপি প্রার্থীর এমন বক্তব্যে দলের তৃণমূল পর্যায়ে চরম অস্বস্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, “আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করে না।”


নির্বাচনের ঠিক আগে দলীয় প্রার্থীর এমন বক্তব্য বিরোধীপক্ষের কাছে সমালোচনার নতুন খোরাক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
|

 

আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম!" বিএনপি প্রার্থীর ভাইরাল বক্তব্যে তোলপাড়! দলও বিব্রত! ভোটের আগে নতুন বিতর্ক!

 

#চাঁপাইনবাবগঞ্জ_২ #আমিনুল_ইসলাম #বিএনপি_প্রার্থী #বিতর্কিত_মন্তব্য #ভাইরাল_ভিডিও #আমি_যা_বলব_তাই_আইন #দলীয়_বিব্রত #নির্বাচনী_বিতর্ক #অধিকারপত্র |
|



আপনার মূল্যবান মতামত দিন: