রাওয়ালপিণ্ডি, পাকিস্তান | ১০ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদিয়ালা কারাগারে “বেআইনি বিচ্ছিন্নতা”য় রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর বোন আলীমা খান। টানা ৮ মাস ধরে নির্ধারিত দিনে পরিবারের কাউকে সাক্ষাৎ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, ইমরান খানের ওপর চলছে “মানসিক নির্যাতন ও অবরোধ”।
আজ (মঙ্গলবার) কারাগারের সামনে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আলীমা খান বলেন,
“প্রতি মঙ্গলবার আমরা এখানে এসে বসি। কিন্তু তাঁকে দেখতেও দেওয়া হয় না। তিনি বেআইনি আইসোলেশনে আছেন, তাঁকে নির্যাতন করা হচ্ছে—এটা বন্ধ করা উচিত।”
সংশ্লিষ্টদের বক্তব্য
পিটিআই নেতাদের অভিযোগ
- পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ও কেপি প্রাদেশিক প্রধান জুনাইদ আকবর খান বিক্ষোভে যোগ দিয়ে দাবি করেন, আদালত মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি দিলেও কারা কর্তৃপক্ষ তা মানছে না।
- তারা জানান, ইমরান খানের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিয়ে দল ও পরিবার ক্রমেই উদ্বিগ্ন।
পরিবার
- ২ ডিসেম্বর ইমরান খানের আরেক বোন উজমা খানম ২০ মিনিটের একটি সাক্ষাৎ পান। তিনি দাবি করেন, ইমরান খান “শারীরিকভাবে ঠিক থাকলেও” কারাগারে তিনি “গভীর মানসিক নির্যাতনের” শিকার।
- উজমা আরও বলেন, ইমরান খান এর জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন।
সেনাবাহিনী
- পাকিস্তান সেনাবাহিনী এসব অভিযোগ “মিথ্যা ও অসংগত” বলে প্রত্যাখ্যান করে।
- সেনাবাহিনীর পক্ষ থেকে ইমরান খানকে “মানসিকভাবে অস্থির” এবং “আত্মমুগ্ধ” বলে মন্তব্য করা হয়েছে।
সরকার
- আইনমন্ত্রী আজম নাজীর তারার বলেছেন, উজমা খানম সাক্ষাতে “রাজনৈতিক আলোচনা” করায় ভবিষ্যতে তার সাক্ষাত বন্ধ করা হয়েছে।
- তিনি বলেন, “কারা নীতিমালা অনুযায়ী রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ।”
ইমরান খানকে বেআইনি আইসোলেশনে আটকে রাখা হয়েছে—বিস্ফোরক অভিযোগ বোনের, উত্তপ্ত পাকিস্তান!”
ইমরান খান কারাগার, PTI বিক্ষোভ, আলীমা খান, পাক সরকার, আদিয়ালা জেল, পাকিস্তান রাজনীতি, ইমরান খান নিপীড়ন, মানসিক নির্যাতন অভিযোগ
“ইমরান খানকে বেআইনি আইসোলেশনে আটকে রাখা হয়েছে—বিস্ফোরক অভিযোগ বোনের, উত্তপ্ত পাকিস্তান!

আপনার মূল্যবান মতামত দিন: