অধিকার পত্র ডটকম
শেনঝেন, চীন | ১৩ডিসেম্বর ২০২৫
চীন থেকে ইরানের উদ্দেশে যাত্রাকালে একটি কার্গো জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর মাসে শ্রীলঙ্কা উপকূল থেকে কয়েকশ’ মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিতে হানা দেয় মার্কিন বিশেষ বাহিনী।
প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রথমবারের মতো চীন থেকে ইরানগামী কোনো কার্গো জাহাজে সরাসরি অভিযান চালালো যুক্তরাষ্ট্র। অভিযানের সময় এমন কিছু সামগ্রী জব্দ করা হয়, যা ইরানের প্রচলিত অস্ত্র কর্মসূচিতে ব্যবহারযোগ্য হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে মার্কিন কর্মকর্তারা জানান, জব্দ করা সামগ্রীগুলো ‘ডুয়াল-ইউজ’—অর্থাৎ সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহারের সম্ভাবনা রয়েছে। অভিযান শেষে জাহাজটিকে গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যেতে দেওয়া হয়।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড (US Indo-Pacific Command) আনুষ্ঠানিকভাবে অভিযানের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। তবে প্রতিবেদনে উদ্ধৃত এক মার্কিন কর্মকর্তা জানান, এটি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দের ঘটনার আগেই এই অভিযান পরিচালিত হয়, যা আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামুদ্রিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: