odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ডিজিটাল প্রিপেইড মিটার বাতিল, বিদ্যুতের ইউনিটমূল্যে সমতা ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ।

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ১৭:৩৫

গোদাগাড়ী (রাজশাহী)

তারিখ: রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত বিল এবং নীতিগত বৈষম্যের অভিযোগ তুলে ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় গোদাগাড়ী সদরের ডাইংপাড়া মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক জোরপূর্বক ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান। এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১) ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা,
২) ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে একই মূল্য নির্ধারণ,
৩) গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল।

বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল প্রিপেইড মিটার চালুর ফলে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এতে বিদ্যুৎ ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং অনেক গ্রাহক সঠিক হিসাব না বুঝেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে এখনো পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ জনগণের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা স্পষ্ট বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত প্রিপেইড মিটার প্রত্যাহার ও দাবিগুলো বাস্তবায়ন না হলে গোদাগাড়ীতে আরও কঠোর গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, গোদাগাড়ী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ এস এম বরজাহান আলী পিন্টুসহ আরও অনেকে।

কর্মসূচি শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল দাবিগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুস সাদাত রত্নের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবেদন: মিনাল ইসলাম
গোদাগাড়ী (রাজশাহী)
তারিখ: রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

 



আপনার মূল্যবান মতামত দিন: