বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান উপজেলা স্টেডিয়ামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতখান স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা–কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। আয়োজকরা সবার জন্য আলাদা আসন নির্ধারণ করে দেন।
নির্ধারিত সময়ে জামায়াতে ইসলামীর দৌলতখান উপজেলা শাখার আমির ও সেক্রেটারি তাঁদের নির্ধারিত আসনে বসেন। কিছুক্ষণ পর বিএনপির কয়েকজন নেতা–কর্মী সেখানে এসে জামায়াত নেতাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। একপর্যায়ে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
দৌলতখান উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আশরাফ উদ্দিন অভিযোগ করে বলেন, “উপজেলা প্রশাসনের আমন্ত্রণে আমরা নির্ধারিত আসনে বসেছিলাম। পরে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫ জন নেতা–কর্মী আহত হয়েছেন।” তিনি আরও দাবি করেন, গুরুতর আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং ঘটনার সময় প্রশাসন ও পুলিশ কার্যকর ভূমিকা নেয়নি।
অন্যদিকে দৌলতখান উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হোসেন বলেন, “বিজয় দিবসের মতো অনুষ্ঠানে জামায়াতের আরও সংযত থাকা উচিত ছিল। চেয়ারে বসা নিয়ে ভুল–বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।” তিনি জানান, এ ঘটনায় বিএনপির পাঁচ থেকে সাতজন নেতা–কর্মী আহত হয়েছেন এবং জামায়াতের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, “বসার আসনকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
🔴 ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ: বিএনপি–জামায়াতের অন্তত ২০ নেতা–কর্মী আহত
#ভোলা #দৌলতখান #বিজয়_দিবস #বিএনপি #জামায়াত #রাজনৈতিক_সংঘর্ষ #বাংলাদেশ_রাজনীতি

আপনার মূল্যবান মতামত দিন: