নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৫, অধিকার পত্র ডটকম।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আজ বিকেলে আদালতে তোলা হয়েছে। শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, "আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা।"
মামলার বিবরণ ও রিমান্ড আবেদন
পুলিশ সূত্র জানায়, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জিজ্ঞাসাবাদের জন্য আদালতকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।
আদালতে আনিস আলমগীরের বক্তব্য
আদালতে দাঁড়িয়ে সাংবাদিক আনিস আলমগীর বলেন, "মাননীয় আদালত, আমি সাংবাদিক। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। দুই যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার কাজ কারও কাছে নতজানু হওয়া না।" তিনি আরও যোগ করেন যে, তাঁর ফেসবুকের সকল বক্তব্য প্রকাশ্য এবং সেখানে কোনো লুকোছাপা নেই। প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে কথা বলায় তাঁকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে তিনি দাবি করেন।
গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিম থেকে ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। পরে জানানো হয় যে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: