odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫
শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে ছাত্র-জনতার অবস্থান

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ, কড়া নিরাপত্তা

odhikarpatra | প্রকাশিত: ১৯ December ২০২৫ ০০:১৪

odhikarpatra
প্রকাশিত: ১৯ December ২০২৫ ০০:১৪

চট্টগ্রাম প্রতিনিধি, অধিকারপত্র ডটকম: চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা পরিচয় দেওয়া একদল তরুণ। বৃহস্পতিবার (তারিখ) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে তাঁরা জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচির খবর পেয়ে নগর পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন।

আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে শরিফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন: