odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

জানাজা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল, কবির পাশে দাফন

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৫ ১৭:০৪

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৫ ১৭:০৪

 প্রতিবেদক, অধিকারপত্র ডটকম  ঢাকা: রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জানাজায় অংশ নেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও এই বীর সেনানীর শেষ বিদায়ে শরিক হন।
জানাজার আগে আবেগঘন পরিবেশ জানাজার প্রাক্কালে শহীদ হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা। এরপর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরিবারের পক্ষে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক যখন স্মৃতিচারণমূলক বক্তব্য

দিচ্ছিলেন, তখন উপস্থিত লাখো মানুষের চোখের জলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে বড় ভাইয়ের ইমামতিতেই জানাজা সম্পন্ন হয়।
রাজধানীতে জনসমুদ্র আজ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের চারপাশ মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে সংসদ ভবনের গেট খুলে দেওয়ার পর আসাদগেট, ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। উপস্থিত জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলে।


দাফন সম্পন্ন জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উল্লেখ্য, এই জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন: