নিউজ ডেস্ক | অধিকারপত্র
তাইওয়ানের রাজধানী তাইপেতে ভয়াবহ এক ছুরি হামলা ও ধোঁয়া বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে অর্থাৎ শহরের ব্যস্ততম অফিস ছুটির সময়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
হামলার বিবরণ:
তাইওয়ানের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) চো জাং-তাই জানান, ২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চাং ওয়েন প্রথমে তাইপের প্রধান মেট্রো স্টেশনে ধোঁয়া বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর সে পাশের একটি ব্যস্ত শপিং ডিস্ট্রিক্টের দিকে দৌড়াতে থাকে এবং পথে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে।হামলাকারী শুধু ধোঁয়া বোমাই নয়, মোলোটভ ককটেলও ব্যবহার করেছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও বেসবল ক্যাপ পরিহিত এক ব্যক্তি ব্যস্ত রাস্তায় ধোঁয়া বোমা ছুড়ছে এবং বড় একটি ছুরি হাতে গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।
যেভাবে হামলাটি সংঘটিত হয়:
প্রথম পর্যায়: তাইপে মেইন স্টেশনে বোমা বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টি।
প্রতিরোধ: এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তিনি ভোঁতা অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
দ্বিতীয় পর্যায়: হামলাকারী প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত ঝংশান (Zhongshan) স্টেশনে চলে যায়।
তৃতীয় পর্যায়: মাঝে নিজের হোটেলে গিয়ে নতুন অস্ত্র সংগ্রহ করে সে পুনরায় ঝংশান স্টেশনের বাইরে ধোঁয়া বোমা ফাটায় এবং আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে।
হামলাকারীর মৃত্যু
পুলিশের তাড়া খেয়ে অভিযুক্ত চাং ওয়েন একটি বহুতল বিভাগীয় বিপণিবিতানে ঢুকে পড়ে। পুলিশ তাকে ঘিরে ফেললে সে ভবনটি থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
সরকারের প্রতিক্রিয়া:
তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিমিয়ার চো জাং-তাই জানিয়েছেন: আমরা হামলাকারীর অতীত ইতিহাস এবং তার সাথে কারো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছি। মেট্রো স্টেশন, রেলওয়ে এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেক্ষাপট:
তাইওয়ানে এই ধরনের সহিংস অপরাধ অত্যন্ত বিরল। এর আগে ২০১৪ সালে তাইপেতে একইভাবে মেট্রো ট্রেনে হামলার ঘটনা ঘটেছিল যেখানে ৪ জন নিহত হন। সেই ঘটনার দীর্ঘ এক দশক পর আবারও এমন নৃশংসতায় স্তম্ভিত পুরো দেশ। পুলিশ জানিয়েছে, নিহত চাং ওয়েন একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল এবং তার বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড ছিল। তবে হামলার মূল কারণ বা মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: