odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

এয়ার কঙ্গোর বিমানে সিঁড়ি সংকট: কিন্ডু বিমানবন্দরে যাত্রীদের বিমান থেকে লাফিয়ে পড়ার ভিডিও ভাইরাল।

odhikarpatra | প্রকাশিত: ২১ December ২০২৫ ১৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২১ December ২০২৫ ১৭:৩৫

প্রতিবেদন প্রকাশের তারিখ: ২১ ডিসেম্বর, ২০২৫

মূল প্রতিবেদন: অধিকারপত্র ডটকম 


আন্তর্জাতিক ডেস্ক: আকাশপথে ভ্রমণের পর সাধারণত যাত্রীরা সুশৃঙ্খলভাবে সিঁড়ি দিয়ে অবতরণ করেন। কিন্তু কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে যা ঘটল, তা দেখে বিশ্ববাসী হতবাক। অবতরণ করার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেলেনি কোনো সিঁড়ি। শেষ পর্যন্ত বিমানের দরজা থেকে ১০-১৩ ফুট নিচে লাফিয়ে নামতে বাধ্য হলেন যাত্রীরা।


ঘটনার বিবরণ: জানা গেছে, দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান কিনশাসা থেকে যাত্রী নিয়ে কিন্ডু বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়েতে থামার পর নিয়ম অনুযায়ী টার্মিনাল থেকে সিঁড়ি আসার কথা থাকলেও তা দীর্ঘক্ষণ আসেনি।


তীব্র গরমে অতিষ্ঠ যাত্রীরা: প্রতিবেদন অনুযায়ী, বিমানের এসি বন্ধ থাকায় কেবিনের ভেতরে তীব্র তাপ সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বদ্ধ বিমানে অপেক্ষা করার পর যাত্রীরা অধৈর্য হয়ে পড়েন। একপর্যায়ে গ্রাউন্ড স্টাফ এবং বিমানকর্মীদের সহায়তায় বিমানের সামনের এল-১ দরজা খুলে দেওয়া হয়।


বিপজ্জনক অবতরণ: বোয়িং ৭৩৭-৮০০ বিমানের দরজার সিল মাটি থেকে প্রায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতায় অবস্থিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা প্রথমে তাদের ভারী স্যুটকেসগুলো নিচে থাকা কর্মীদের হাতে তুলে দিচ্ছেন এবং এরপর নিজেরা বিপজ্জনকভাবে টারম্যাকে লাফিয়ে পড়ছেন। নারী-শিশুসহ অনেককেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিমান থেকে নামতে দেখা যায়।


কর্তৃপক্ষের অব্যবস্থাপনা: এয়ার কঙ্গো ২০২৪ সালের ডিসেম্বরে একটি বড় প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল। তবে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার এমন চরম অব্যবস্থাপনা এবং বিমানবন্দরের নিরাপত্তা ঘাটতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন—যাত্রীদের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন তাদের এমন বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলো?

 

বিমানে নেই সিঁড়ি, ৩-৪ মিটার উঁচু দরজা থেকেই লাফিয়ে পড়ছেন যাত্রীরা! কঙ্গোর বিমানবন্দরে ভয়াবহ অব্যবস্থাপনা।
 #AirCongo #CongoNews #AviationNews #KinduAirport #PassengerSafety #ViralVideo #Boeing737 #এয়ারকঙ্গো #কঙ্গো #বিমানদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: