বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নির্বাচন ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার কার্যত ব্যর্থ, অনেক ঘটনায় প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন আয়োজিত এ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জোনায়েদ সাকি বলেন,
“ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ বা অন্যান্য বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলেও প্রশাসনের কোনো জবাবদিহি নেই। সরকার আসলে কার কথায় চলে—সেই প্রশ্ন আমরা জানতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি গঠনের দাবি জানানো হলেও সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
হাদি হত্যাকাণ্ড ও গণমাধ্যমে হামলার প্রসঙ্গ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে জোনায়েদ সাকি বলেন,
“হত্যাকারীরা হত্যার ১২ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, অথচ সরকার তাদের গ্রেপ্তার করতে পারছে না। এরপর গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না।”
তিনি বলেন, সরকার শুধু বলছে—“আমরা পাশে আছি”, কিন্তু সবকিছু পুড়ে যাওয়ার পর পাশে থাকার ঘোষণার কোনো বাস্তব মূল্য নেই।
রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া নিরাপত্তা আসে না
জোনায়েদ সাকি বলেন,
“নিরাপত্তা এমনি এমনি আসে না। নিরাপত্তার আগে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা এগুলো বাধাগ্রস্ত করছে, তারা সরাসরি দেশের স্বার্থবিরোধী অবস্থান নিচ্ছে।”
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ
বৈঠকে সভাপতিত্ব করেন আলোকচিত্রী শহিদুল আলম। উপস্থিত ছিলেন—
- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
- গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
- বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা
বৈঠকটি পরিচালনা করেন নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাশরুর।
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
🔴 সরকার কার কথায় চলে? জনগণের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার রহস্যজনকভাবে নীরব: জোনায়েদ সাকি
#জোনায়েদ_সাকি
#নির্বাচন_ও_নাগরিক_নিরাপত্তা
#অন্তর্বর্তী_সরকার
#হাদি_হত্যাকাণ্ড
#গণসংহতি_আন্দোলন
#বাংলাদেশ_রাজনীতি
#ElectionSecurityBD
#OdhikarPatraNews

আপনার মূল্যবান মতামত দিন: