বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হলেও শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত পুরো খুনি চক্রকে দ্রুত বিচারের আওতায় আনার দাবিসহ দুই দফা দাবির কোনোটি মানা হয়নি—এমন অভিযোগ তুলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে সরকার। সেখানে হাদি হত্যাকাণ্ড নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও তথ্য তুলে ধরা হয়। তবে এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি—কেউই উপস্থিত ছিলেন না। পরিবর্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেন।
এ প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়,
“১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও বাস্তবায়ন হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারী (খোদা বখস) সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যাও দেননি।”
পোস্টে আরও অভিযোগ করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা না করে সেসব সংস্থা থেকে ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি পুলিশের অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ‘তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়।
এসব অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতেই আগামীকাল মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ও নতুন দাবি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হাদি হত্যাকে কেন্দ্র করে চলমান আন্দোলন নতুন মোড় নিতে পারে এবং ঘোষিত কর্মসূচি দেশের রাজনীতিতে আরও উত্তাপ ছড়াতে পারে।
Odhikarpatra বাংলাদেশ রাজনীতি রাজনৈতিক আন্দোলন ঢাবি মধুর ক্যানটিন দাবি মানা হয়নি হাদি হত্যা ইনকিলাব মঞ্চ

আপনার মূল্যবান মতামত দিন: