odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

টেস্টে জিততে বাংলাদেশের দরকার আরও ৩৯০ রান

Admin 1 | প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:০৯

Admin 1
প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:০৯

শ্রীলংকার বিপক্ষে গল টেস্ট জিততে হলে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে করতে হবে আরও ৩৯০ রান। হাতে ১০ উইকেট আছে টাইগারদের। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ৪৫৭ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করে বাংলাদেশ। এর আগে ৬ উইকেটে ২৭৪ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলংকা।
তৃতীয় দিন বাংলাদেশ ৩১২ রানে গুটিয়ে যাবার পর বৃষ্টির কারনে আগেভাগেই বন্ধ হয়ে যায় খেলা। ফলে চতুর্থ সকালে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা। উপুল থারাঙ্গার তৃতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় লংকানরা। থারাঙ্গা ১১টি চার ও ২টি ছক্কায় ১৭১ বলে ১১৫ রান করেন।
এ ছাড়া দীনেশ চান্ডিমাল অপরাজিত ৫০ এবং দিলরুয়ান পেরেরা ৩৩ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
ইনিংস ঘোষনা দিয়ে বাংলাদেশের সামনে ৪৫৭ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলংকা। সেই টার্গেটে সৌম্য সরকারের মারমুখী ব্যাটিং-এ দিন শেষে ১৫ ওভারে বিনা উইকেটে ৬৭ রান তুলেছে বাংলাদেশ।
সৌম্য ৬টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৩ রানে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। অন্যপ্রান্তে ৪৪ বলে ১৩ রান করে অপরাজিত আছেন তামিম ইকবাল। তার ধীরগতির ইনিংসে মাত্র ১টি চার ছিলো।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে) :
শ্রীলংকা প্রথম ইনিংস : ৪৯৪/১০ ও ২৭৪/৬ডি, ৬৯ ওভার (থারাঙ্গা ১১৫, চান্ডিমাল ৫০*, মিরাজ ২/৭৭)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১২/১০ ও ৬৭/০, ১৫ ওভার (সৌম্য ৫৩*, তামিম ১৩*)।



আপনার মূল্যবান মতামত দিন: