odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
সিরিয়ায় যে সমন্বিত হামলা চলানো হয়েছে সেটি 'যথার্থ এবং বৈধ'।

কোন বিকল্প ছিলনা সিরিয়ায় হামলার :  ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ April ২০১৮ ২০:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ April ২০১৮ ২০:৫৯

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, সিরিয়ায় যে সমন্বিত হামলা চলানো হয়েছে সেটি 'যথার্থ এবং বৈধ'।

আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের এ যৌথ হামলা সফল হয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী মনে করেন।

সিরিয়ায় হামলার বিকল্প ছিলনা বলে উল্লেখ করেন তিনি।

এ হামলার আগে রাশিয়ার সাথে কোন ধরনের যোগাযোগ করা হয়নি বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন।

ব্রিটিশ                      ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

 

তিনি বলেন, বেসামরিক মানুষের প্রাণ রক্ষার জন্য এ হামলার আগে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সিরিয়ার ডুমা শহরে কথিত রাসায়নিক হামলার জবাবে রাজধানী দামেস্ক এবং হোমসের সামরিক ঘাঁটিতে হামলা চলানো হয়।

তবে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন মনে করেন এ হামলা 'আইনগত-ভাবে প্রশ্নবিদ্ধ।'

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে টেরিজা মে বলেন, সুনির্দিষ্ট জায়গায় সীমিত এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দিয়েছে।

"এ যৌথ হামলার মাধ্যমে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে যে রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায় কখনো সহ্য করবে না," বলেছেন টেরিজা মে।

তিনি বলেন, আগামী সোমবার তিনি পার্লামেন্ট বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন এবং সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ থাকবে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চারটি আরএএফ টর্নেডোজ যুদ্ধ বিমান থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

টেরিজা মে বলেছেন এ হামলা ছিল যথার্থ এবং সম্পূর্ণ ব্রিটেনের স্বার্থের অনুকূলে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এ হামলার মাধ্যমে তারা সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করছে না কিংবা সিরিয়ার ক্ষমতায় পালাবদল ঘটানোর চেষ্টাও করছে না।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এ হামলাকে 'খুবই সফল' হিসেবে বর্ণনা করেছেন

bbc



আপনার মূল্যবান মতামত দিন: